সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (software engineering ) Roadmap

0

 আজকে আমরা কথা বলবো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (software engineering ) নিয়ে | এই পোস্টে আপনাদের যাবতীয় প্রশ্নের উত্তর এবং চার বছরে স্টেপ বাই স্টেপ ম্যাজিক রোডম্যাপ সহ দেওয়া থাকবে |


কম্পিউটার সায়েন্সে মেজর ফিল্ড গুলো নিয়ে ধারাবাহিকভাবে করা আমার প্রথম পোস্টে আমি কম্পিউটার সায়েন্স (CS) কে মেজর হিসেবে পড়াশোনা করার পুরো রোড ম্যাপ দিয়ে দিয়েছি পরের যে পোস্ট সেখানে আমি কম্পিউটার সায়েন্সের বিশেষায়িত শাখা কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (CSE) সেটার উপরেও আমি ডিটেইলস ভাবে রোড ম্যাপ সহ পোস্ট করেছি | আপনারা চাইলে সেগুলা page থেকে পড়ে নিতে পারেন | আজ কম্পিউটার সায়েন্সে আরেকটি বিশেষায়িত শাখা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং (SWE) নিয়ে আমি কথা বলব |


বলব software engineering কি, সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ড গুলো কি কি ? সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি সফটওয়্যার ডেভলপার পার্থক্য কি ? ম্যাথ শিখতে হবে ? রিমোট জবস or ফুল-টাইম or Freelancing ? ভালো কিছু Free কোর্স, and চার বছরে স্টেপ-বাই-স্টেপ পারফেক্ট SWE Roadmap |

✅ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কি?

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং কম্পিউটার সায়েন্স একটি বিশেষায়িত শাখা যেখানে আসলে কম্পিউটার সফটওয়্যার কিভাবে design, development, testing, and maintenance করতে হয় সে বিষয়ে শেখানো এবং পড়ানো হয় | আমরা জানি যে প্রতিনিয়ত কম্পিউটার সফটওয়্যার পরিমাণ বাড়তেছে তো এটাই শাখাটি মূলত কম্পিউটারের সফটওয়্যার তৈরি করার উপরে যতগুলো ইঞ্জিনিয়ারিং পারপাস আছে যেমন engineering principles, techniques, and methods to analyze, design, and implement software solutions এসব শেখানো হয় | এছাড়া কিভাবে ক্লায়েন্ট, ইউজার এবং স্ট্রোক হোল্ডারদের সাথে একসাথে কাজ করতে হয় সে বিষয় নিয়েও কিন্তু সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং শেখানো হয় |

✅ সফটওয়্যার ইঞ্জিনিয়ার ফিল্ড গুলো কি কি?
কম্পিউটার সায়েন্সের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড অনেক বেশি IT Field প্রতিটিতে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় |

Information Technology (IT)
Web Development
Mobile App Development
Data Science and Analytics
Artificial Intelligence and Machine Learning
Cybersecurity
Game Development
Embedded Systems
Finance and Banking
Consulting and Freelancing

✅ সফটওয়্যার ইঞ্জিনিয়ার নাকি সফটওয়্যার ডেভলপার ?

সফটওয়্যার ইঞ্জিনিয়ার এবং সফটওয়্যার ডেভলপার এই দুটো শব্দ একসাথে অনেক সময় ব্যবহার করা হয় কিন্তু এগুলোর মধ্যে কিছু পার্থক্য আছে |

1. Scope of Work: সফটওয়্যার ইঞ্জিনিয়াররা মূলত একটা সিস্টেম ডিজাইন আর্কিটেকচার এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট এর উপরে ফোকাস দেয় অন্যদিকে যারা সফটওয়্যার ডেভলপার তারা মূলত প্রোগ্রামিং এবং কোডিং এর উপরে ফোকাস দেয় | সোজা বাংলা কথায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার একটা সফটওয়্যার কিভাবে বানাতে হবে সেটার পুরো আর্কিটেকচার এবং সিস্টেম ডিজাইন দিয়ে দেয় কিন্তু সেটাকে বানানোর দায়িত্ব হচ্ছে সফটওয়্যার ডেভলপারদের |

2. Skills: একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার কে অনেক বিষয়ে পারদর্শী হতে হয় যার মধ্যে কেবল প্রোগ্রামিংই নয় বরং সফ্টওয়্যার ডিজাইনের নীতি, অ্যালগরিদম, ডেটা স্ট্রাকচার, CP এবং সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং পদ্ধতির জ্ঞানও অন্তর্ভুক্ত থাকে। অন্য থেকে একজন সফটওয়্যার ডেভেলপার প্রোগ্রামিং কোডিং এবং নতুন ফ্রেমওয়ার্ক এবং Update স্টাকের উপরে তাদের ধারণা থাকতে হয় |

3. Roles and Responsibilities: একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হাই লেভেল টাস্কের সাথে জড়িত থাকে যেমন requirements analysis, system architecture, project planning, এবং স্টেকহোল্ডারদের সাথে সহযোগিতা | অন্যদিকে একজন সফটওয়্যার ডেভেলপার মূলত কোড রাইটিং ডিবাগিং এবং ফাংশনাল টির ব্যাপারগুলো নিয়ে কাজ করেন |

তো পার্থক্যগুলোর মধ্যে আপনি অবশ্যই বুঝতে পেরেছেন যে এখন একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার মূলত একজন ইঞ্জিনিয়ার কিন্তু তাকে অনেকগুলো বিষয়ে পারদর্শী হতে হবে অন্যদিকে একজন সফটওয়্যার ডেভলপার একজন ডেভলপার যিনি মূলত একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার এর দ্বারা ডিজাইন করা কোন সফটওয়্যারের উপরে কাজ করে ওই সফটওয়্যারটা বানিয়ে দেন | তো আপনারা যারা মনে করেন যে দুই-চারটা প্রজেক্ট বানাইলে দুই লাইন কোডিং করলে আর দু চারটা প্রবলেম সলভিং করলে আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হয়ে যাবেন এটা এমন নয় সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ইজ নট এ জোক ! আপনাকে একদিকে যেমন একজন সফটওয়্যার ডেভেলপার এর পুরো স্কিল সেটটা আপনাকে শিখতে হবে অন্যদিকে আপনাকে টিমওয়ার্ক, রিসার্চ এবং CGPA বিষয় গুলোর উপরও কাজ করতে হবে |

✅ ম্যাথ শিখতে হবে ?

অবশ্যই ম্যাথমেটিক্স লাগবে এটা কম্পিউটার সায়েন্সের প্রতিটা সেক্টরে লাগে বাট অতটা ভয় পাওয়ার কিছু নেই আপনাদের ভার্সিটিতে যে কোন ম্যাথ গুলা দিবে সেগুলো একটু ভালো করে শেখার চেষ্টা করুন ইউটিউব বা কোন সোর্স থেকে তাইলে হয়ে যাবে সমস্যা নেই এতটাও ভয় পাওয়ার কিছু নেই |

✅ রিমোট জবস or ফুল-টাইম or Freelancing ?

আমার মত Lazy মানুষদের রিমোট জব খুবই পছন্দ | বাসায় থাকব পুরো সেটআপ করা থাকবে সেখানে কাজ করবো আমার এটা বেশি ভালো লাগে | স্বাধীনতার কথা চিন্তা করলে ফ্রিল্যান্সিং কিন্তু খারাপ না বড় কিছু কোম্পানির সাথে আছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারেন তাহলে তারা কিন্তু একটা ভালো মাপের টাকা আপনাকে পরিশোধ করবে |

✅ স্টেপ বাই স্টেপ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর 4 বছরের ম্যাজিক রোড ম্যাপ ✅

এখানে আমি যে রোড ম্যাপ টা দেবো এটা আপনার ফলো করলে মোটামুটি আপনারা ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারবেন আমি আশা করি কিন্তু কথা হলো যে আপনাদের ইউনিভার্সিটি কারিকুলাম কোর্স এগুলো ইম্পর্টেন্ট সো ওগুলো ফলো করলে আপনি আরো বেশি উপকৃত হবেন |

তবে একটা জিনিস মনে রাখবেন ইউনিভার্সিটি আপনাকে থিওরিটিকাল জিনিসের উপর বেশি ফোকাস দেওয়া হবে কিন্তু কোম্পানি বা জব সেক্টর আপনার কাছে প্র্যাকটিক্যাল skills এবং এক্সপেরিয়েন্স জিনিসগুলো বেশি ডিমান্ড করে

Year 1:

1. Learn the fundamentals of programming: C, পাইথন বা জাভার মত একটি প্রোগ্রামিং ভাষা শেখার মাধ্যমে শুরু করুন। বেসিক সিনট্যাক্স, ডাটা টাইপ, কন্ট্রোল স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কনসেপ্ট বুঝুন। এ ব্যাপারে ডিটেইলস পোস্ট আমার পেজে করেছি

2. Introduction to data structures and algorithms: arrays, linked lists, stacks, queues, trees, and graphs মতো মৌলিক কনসেপ্ট বুঝুন। এ ব্যাপারে ডিটেইলস পোস্ট আমার পেজে করেছি

3. Web development: সহজ ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে HTML, CSS এবং JavaScript এর সাথে পরিচিতি লাভ করুন। এ ব্যাপারে ডিটেইলস পোস্ট আমার পেজে করেছি |

4. Practice coding: Problem solving দক্ষতা উন্নত করতে LeetCode বা HackerRank-এর মতো প্ল্যাটফর্মে প্রোগ্রামিং চ্যালেঞ্জগুলি সমাধান করুন। এ ব্যাপারে ডিটেইলস পোস্ট আমার পেজে করেছি

5. Software development methodologies: agile development practices, version control systems (e.g., Git), and collaboration tools (e.g., GitHub). সম্পর্কে জানুন।

Year 2:

1. Deepen programming knowledge: advanced data structures, memory management, and concurrency সহ আপনার নির্বাচিত প্রোগ্রামিং ভাষায় উন্নত বিষয়গুলি সম্পর্কে জানুন।

2. Databases: রিলেশনাল ডাটাবেস এবং এসকিউএল সম্পর্কে জানুন।

3. Software engineering principles: সফ্টওয়্যার ডিজাইনের design principles, architectural patterns, and code quality practices সম্পর্কে জানুন । software testing and debugging techniques সম্পর্কে জানুন।

4. Build projects: small-scale software projects ডেভলপ করুন। ব্যক্তিগত projects কাজ করুন বা বাস্তব অভিজ্ঞতা অর্জনের জন্য ওপেন সোর্স projectsগুলিতে অবদান রাখুন।

5. Networking and system administration: নেটওয়ার্কিং ধারণা, অপারেটিং সিস্টেম এবং সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের কাজগুলির সম্পর্কে জানুন।

Year 3:

1. Advanced topics: আপনার আগ্রহের উপর ভিত্তি করে machine learning, artificial intelligence, computer graphics, or natural language processing মতো বিশেষ ক্ষেত্রগুলিতে সম্পর্কে জানুন।।

2. Backend development: সার্ভার-সাইড প্রোগ্রামিং, ওয়েব ফ্রেমওয়ার্ক (যেমন, Django, Ruby on Rails), RESTful API, এবং ক্লাউড প্ল্যাটফর্ম (যেমন, AWS, Azure) সম্পর্কে জানুন। এ ব্যাপারে ডিটেইলস পোস্ট আমার পেজে করেছি |

3. Software development lifecycle: requirements gathering, system design, project management, and software deployment সহ সম্পূর্ণ সফ্টওয়্যার development সম্পর্কে জানুন।

4. Security: সফ্টওয়্যার নিরাপত্তা নীতি সম্পর্কে জানুন৷

5. Internships and industry exposure: বাস্তব-বিশ্বের অভিজ্ঞতা অর্জন করতে এবং শিল্প অনুশীলনগুলি বুঝতে ইন্টার্নশিপ সন্ধান করুন।

Year 4:

1. Specializations:: আপনার আগ্রহ এবং কর্মজীবনের লক্ষ্যগুলির উপর ভিত্তি করে একটি Specializations: চয়ন করুন। এটি একটি নির্দিষ্ট technology stack উপর ফোকাস করা যেতে পারে (যেমন, মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট, ডেটা ইঞ্জিনিয়ারিং) বা domain-specific knowledge (যেমন, অর্থ, স্বাস্থ্যসেবা)। এ ব্যাপারে ডিটেইলস পোস্ট আমার পেজে করেছি |

2. Large-scale systems: challenges of building and scaling large-scale distributed systems সম্পর্কে জানুন । ক্লাউড কম্পিউটিং, কন্টেইনারাইজেশন এবং মাইক্রোসার্ভিসেস আর্কিটেকচার সম্পর্কে জানুন।

3. Professional development: আপনার সফট স্কিল বাড়ান, যেমন যোগাযোগ, টিমওয়ার্ক এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট। এবং সার্টিফিকেশন পাওয়ার চেষ্টা করুন।

4. Final-year project: একটি উল্লেখযোগ্য সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারিং Final-year project গ্রহণ করুন যা আপনার দক্ষতা এবং জ্ঞান প্রদর্শন করে। চাকরির সুযোগ খোঁজার সময় এই প্রকল্পটি একটি পোর্টফোলিও অংশ হিসেবে কাজ করতে পারে। আমার ইউটিউব চ্যানেল The Terminal Boy আপনার ফলো করতে পারেন প্রজেক্ট এবং পোর্টফোলিও source codes জন্য |

5. Job search and networking: এন্ট্রি-লেভেল সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পদের জন্য আবেদন করা শুরু করুন। job fairs, network with professionals এবং কাজের সুযোগের জন্য LinkedIn-এর মতো অনলাইন প্ল্যাটফর্মের সুবিধা নিন।

আশা করি রোডম্যাপ আপনার অনেক কাজে দিবে | একটা জিনিস মাথায় রাখবেন যে আমাকে skills ডেভলপের সাথে সাথে একটা ভালো সিজি মেইনটেইন করে চলতে হবে |

✅ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর জন্য ভালো কিছু Free কোর্স | কোর্স গুলার লিংক আপনারা আমার কমিউনিটি গ্রুপে পেয়ে যাবেন |

1. "Introduction to Computer Science and Programming Using Python" on edX (offered by MIT)

2. "CS50's Introduction to Computer Science" on edX (offered by Harvard University)

3. "The Complete Web Developer Course" on Udemy (by Codestars)

4. "Web Development" on MDN Web Docs (Mozilla Developer Network)

5. "Machine Learning" on Coursera (offered by Stanford University)

6. "Introduction to Artificial Intelligence" on Udacity

7. "Introduction to Cybersecurity" on Coursera (offered by New York University)

8. "Introduction to Game Development" on Unity Learn

9. "SQL for Data Science" on Khan Academy

10. "Introduction to Embedded Systems Software and Development Environments" on edX (offered by UT Austin)

🐱‍💻 সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এর ডিমান্ড অনেক বাড়তেছে তো আমার মনে হয় যদি আপনি এই ফিল্ডে আসতে চান, পড়াশোনা করতে চান, সার্টিফিকেট নিতে চান তাহলে Skills এবং Academic দুইটা ব্যালেন্স করে আপনাকে চলতে হবে | আমি সব সময় সময় ইনভেস্টে বিশ্বাসী যদি আপনি সময় ইনভেস্টমেন্ট না করেন তাহলে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন না |
আর একটা কথা ইঞ্জিনিয়ার স্টুডেন্ট হয়ে একজন ফ্রিল্যান্সারের মতো Mindset ডেভেলপ করবেন না | একজন ইঞ্জিনিয়ার এবং একজন ফ্রিল্যান্সারের মধ্যে অনেক পার্থক্য থাকে | Good Luck. 👨‍💻

Join Group: Learn With Naem Azam

⚡ যদি কোন প্রশ্ন থাকে, আপনি সরাসরি আমার Page জিজ্ঞাসা করতে পারেন ⚡

Naem Azam Chowdhury

Post a Comment

0Comments
Post a Comment (0)