কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টা আপনার জন্য Best,

0

 কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টা আপনার জন্য Best, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কিভাবে সিলেক্ট করবেন সে বিষয় নিয়ে আজ কথা বলবো




hey coder! 👋 আপনি প্রোগ্রামিং এর জগতে ডুব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা আপনার ক্যারিয়ারে পরিবর্তনের কথা বিবেচনা করেছেন। 🤔 কিন্তু, কোন প্রোগ্রামিং ভাষা দিয়ে শুরু করবেন? সেটা ঠিক করতে পারছেন না তাহলে পোস্টটা আপনার জন্য | এখানে ইজি স্টেপ বলবো যেগুলোর মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারবেন কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ টা আপনার জন্য জরুরী | প্রোগ্রামিং নিয়ে অনেক কথা বলেছি সেগুলো প্রোগ্রামিং অ্যালবামে যদি আপনি যান তাহলে খুঁজে পাবেন | আর ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো তো আসতেছে |

Purpose and Goals 🎯: প্রথমে ঠিক করুন আপনি কেন প্রোগ্রামিং শিখতে চাচ্ছেন আপনার Goal কি? যেমন Web development, data science, mobile apps ...

Ease of Learning 📚: সহজ এবং এফিশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করুন যে ল্যাংগুয়েজটা আপনি অনেক সহজে লার্ন করতে পারবেন এবং পরবর্তীতে আপনার অন্য প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে আপনি রিলেট করতে পারবেন, বুঝতে পারবেন যে এখানে এই syntex ভাবে কাজ করা হয়েছে | আমার ইউটিউব চ্যানেলে আপনারা পাইথন এবং সি এর একটা ওভারভিউ ভিডিও পেয়ে যাবেন | যেগুলোতে অল্প সময়ের মধ্যে কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে Short আলোচনা করা হয়েছে এবং অনেক সহজে ধারণা দেওয়া হয়েছে, যাতে পরবর্তীতে আপনি সিলেক্ট করতে পারেন কোন প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজ টা আপনার জন্য জরুরী |

Community Support 🤝: কমিউনিটি সাপোর্টটা অনেক ইম্পরট্যান্ট আপনারা এরকম অনলাইন কমিউনিটি খুঁজে বের করতে পারেন যেখানে ওই প্রোগ্রামের ল্যাঙ্গুয়েজ coding সম্পর্কে অনেক ভালো সাপোর্ট পাবেন | আপনারা চাইলে আমার কমিউনিটিতে ও জয়েন করতে পারেন@le আপনার সমস্যাগুলোর সমাধান পাবেন এবং সিনিয়র আপনাদের সাথে কথা বলবে | যদি না পান তাহলে আপনারা কিন্তু ChatGPT ব্যবহার করতে পারেন |

Job Market Demand 💼: প্রোগ্রামিং আপনি hobby না হয়ে থাকে তাহলে অবশ্যই জব মার্কেটে ডিমান্ড সম্পর্কে আপনাকে ধারণা রাখতে হবে যে কোন প্রোগ্রামে ল্যাঙ্গুয়েজ টা কোন জব মার্কেটের জন্য বেশি ইম্পর্টেন্ট বা বেশি প্রায়োরিটি পাচ্ছে | like জাভাস্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের জন্য, পাইথন ডেটা সায়েন্স এবং এআই সহ বিভিন্ন ক্ষেত্রে ।

Scalability 📈: ল্যাঙ্গুয়েজ select করার সময় এটাও মাথায় রাখতে হবে যে সেটার ফিউচার কি ? , উদাহরণস্বরূপ, জাভা তার scalability জন্য পরিচিত এবং enterprise-level applications ব্যাপকভাবে ব্যবহৃত হয়।

Versatility 🎨:এমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত যে ল্যাঙ্গুয়েজ বিভিন্ন ফিল্ড ব্যবহার করা যায় যেমন জাভাস্ক্রিপ্ট or Python , সার্ভার সাইড, মোবাইল ডেভেলপমেন্ট, web, সব জায়গায় ব্যবহার
করা হয়

Resources Available 📚: অবশ্যই সে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা উচিত যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ Resources পরিমাণ বেশি অনলাইনে এভেলেবেল আছে | তা না হলে আপনি সঠিকভাবে সেটা শিখতে পারবেন না, অনেক প্রবলেম ফেস করবেন এবং লাস্টে ল্যাঙ্গুয়েজ শেখা বাদ দিয়ে দিবেন |

মনে রাখবেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ "বেস্ট" কথাটার কোন মানে নাই এটা বিভিন্ন সময়ে goals, learning style, and the path you envision উপরে ডিপেন্ড করে | √

Post a Comment

0Comments
Post a Comment (0)