ইথিক্যাল হ্যাকিং এর মধ্যে "টিম" নামে একটা প্রচলিত শব্দ রয়েছে আজকে সেই টিমগুলো নিয়ে আমি কথা বলবো খুবই সংক্ষেপে
শুরু করার আগে বলে নেই যে সাইবার সিকিউরিটি এই সিরিজে আমরা সাইবার সিকিউরিটি রোড ম্যাপ নিয়ে আলোচনা করেছি | আলোচনা করেছে সাইবার সিকিউরিটি ফিল্ডে আসার আগে আপনি কি কি শিখবেন | ইথিক্যাল হ্যাকিং নিয়েও আমরা কথা বলেছি এবং সেটা পুরোপুরি রোড ম্যাপ আমি দিয়ে দিয়েছি | ভবিষ্যতে আমরা আরো এ ধরনের পোস্ট নিয়ে আসবো | আমার পেজ এবং চ্যানেল যারা ফলো করেনি তারা এখন করে রাখেন না হলে ভবিষ্যতে নোটিফিকেশন আপনি পাবেন না |
টিমগুলো সম্পর্ক তো আমি বলে দেবো কিন্তু আপনি বলেন যে, আপনি কোনটা হতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন , আমি কিন্তু 8 নাম্বারে
1. Red Team: রেড টিম একটি প্রতিষ্ঠানের সিস্টেম, নেটওয়ার্ক এবং অ্যাপ্লিকেশনগুলিতে যদি কখনো বাইরের থেকে অ্যাটাক হয় তাহলে সেটা যেভাবে হবে ঠিক সেভাবেই অ্যাটাক দিয়ে থাকে অবশ্যই অনুমতি নিয়ে | মূলত কোম্পানির রেড টিম নিয়োগ এজন্যই করে তারা যেন প্রতিষ্ঠানের নেটওয়ার্ক বা অ্যাপ্লিকেশনে দুর্বলতা খুঁজে বের করতে পারে | তারা penetration testing, vulnerability assessments, and attempt to exploit weaknesses বের করে এবং সমাধান করার জন্য অন্য টিমকে সাহায্য করে |
2. Blue Team: ব্লু টিম কোম্পানির সাইবার স্ট্রাকচার কে অ্যাটাক এর কাছ থেকে রক্ষা করার চেষ্টা করে | কথা বলতে পারেন এরা সাইবার অ্যাটাক থেকে সিস্টেম কে রক্ষা করে |
3. Purple Team: এই টিমটা রেড টিম এবং ব্লু টিমের মাঝখানে কাজ করে ব্রিজ হিসেবে | মূলত রেড টিম এবং ব্লু টিমের এক্সপেরিয়েন্স / যারা সিনিয়ার হয়ে যান তারা এই টিমে কাজ করেন এবং তারা এই দুই টিমকে লিড করতে বা সাহায্য করতে চেষ্টা করেন |
4. White Hat Hackers: এই হ্যাকাররা মূলত নিরাপত্তা পরীক্ষা এবং দুর্বলতা চিহ্নিত করার জন্য সিস্টেমের মধ্যে অ্যাটাক দিয়ে থাকেন এবং অবশ্যই অনুমতি নিয়ে কোম্পানির | এরা রেড টিম এবং ব্লু টিমকে সাহায্য করা |
5. Bug Bounty Hunters: এ ধরনের প্রফেশনালরা মূলত সিস্টেমের বিভিন্ন দুর্বলতা, ত্রুটি, প্রোগ্রামিং Bug, খুঁজে বের করেন এবং পুরস্কার অথবা অর্থের বিনিময়ে তারা এই সমস্যাগুলো সমাধানও দিয়ে দেন মাঝে মাঝে |
6. Security Operations Center (SOC) Team: এই টিম সব সময় নিরাপত্তা মনিটরের ক্ষেত্রে ব্যবহার করা হয় | এরা সাইবার হুমকি সনাক্ত করে এবং তা প্রতিরোধ করার জন্য যা যা করা দরকার সেটা বিষয়ে আলোচনা করে |
7. Forensics Team: এরা মূলত হয়ে যাওয়া কোন সাইবার নিরাপত্তার ব্যাপারে তদন্ত করে এবং অনেক সময় বিভিন্ন ডিভাইস বা সিস্টেম থেকে তারা ডেটা বের করে তদন্তের খাতিরে | এরা ভেঙে যাওয়া এমনকি নষ্ট হয়ে যাওয়া হার্ডওয়ার সফটওয়্যার ও মেরামত করতে পারে এবং সেখান থেকে ডেটা বের করতে পারে |
8. Security Research Teams: যুগের সাথে তাল মিলিয়ে সাইবার নিরাপত্তা গুলোকে কিভাবে আরো শক্তিশালী করা যায় | নতুন নতুন ব্যাপার টেকনোলজি গুলার সাথে নিরাপত্তার কি কি হুমকি রয়েছে এগুলো বিষয় নিয়ে নানা গবেষণা করেন | রিসার্চ গুলোকে কাজে লাগিয়ে উপরে 7 টি টিম তাদের কাজ পরিচালনা করে |
এই ছিল আটটা টিম | আমি মূলত সমস্ত টিমের আলাদা আলাদা রোড ম্যাপ পোস্ট করব তো আপনারা আমার পেজে আমার সাথে থাকবেন অবশ্যই আর পোস্টগুলাতে কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, যদি ভালো রিচিং না আসে তাহলে ফেসবুক পরবর্তীতে আমার পোস্টগুলো আপনাকে দেখাবে না |
সাইবার সিকিউরিটির জন্য আমি আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করেছি: