সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন

0

 সাইবার সিকিউরিটি সার্টিফিকেশন নিয়ে আজকে কথা বলবো




আমরা সবাই জানাতে সাইবার সিকিউরিটিতে skills সাথে সাথে সার্টিফিকেশন দরকার হয় | যদি আপনি জব পারপাসে কাজ করতে চান সেটা যে কোন জব হতে পারে রিমোট অথবা কোন কোম্পানিতে আপনাকে সার্টিফিকেশন অবশ্যই দেখাতে হবে শর্ট লিস্টেড হতে গেলে |

এখন এখানে দুইটা সমস্যা আছে প্রথম সমস্যা হচ্ছে সমস্ত সার্টিফিকেশন আপনি চাইলেই করতে পারবেন না অনেকগুলো সার্টিফিকেশন করা অনেকগুলো রিকোয়ারমেন্টস আছে আর দ্বিতীয় নাম্বার হচ্ছে প্রাইজ এক্সাম Cost অনেক অনেক বেশি, অনলাইনে এক্সাম হলে আপনাকে বারবার তারা রুম স্ক্যান করতে বলবে, ভালো webcam সেটাপ লাগবে, exam অপারেটিং সিস্টেম, fast ইন্টারনেট কানেকশন আরো অনেকগুলো ব্যাপার আছে |

এছাড়াও অনেক বিগেনার্স বুঝতে পারে না যে প্রথম কোন সার্টিফিকেশন দিয়ে আমি শুরু করব | কোন সার্টিফিকেশন হলে আমি এটলিস্ট এলিজিবল হয়ে যাব পরবর্তী সার্টিফিকেশনের জন্য বা কোন কোম্পানির job জন্য |

তাই আমি চারটা লেভেলে ভাগ করেছি সমস্ত সার্টিফিকেশন ( অনেকটা গেমের লেভেলের মতো ) প্রতিটা লেভেলে আপনি কি ধরনের সার্টিফিকেশন করতে পারবেন সেটা কিভাবে, জব অপরচুনিটি আছে, কি কি রিকোয়ারমেন্টস, স্কেল এবং প্রাইস কত হবে তা আমি বলব আপনাকে | Ready ? শুরু করা যাক...


লেভেল ওয়ান: Foundational Certifications

এ সার্টিফিকেট মূলত যারা ফ্রেশার কোন এক্সপেরিয়েন্স নেই তাদের জন্য

1. CompTIA Security+
Job Opportunities: Entry-level security জব পাবেন আপনি যেমন security analyst or junior penetration tester.

Required Skills: অবশ্যই জ্ঞান থাকতে হবে networking, security concepts, and operating systems.

Price: Around $349 (এটা শুধু পরীক্ষা দিতে খরচ হবে).

2. CompTIA Network+:

এটা স্ট্রিক্টলি কোন সার্টিফিকেট না আপনি চাইলে করতে পারেন এটা আপনাকে নেটওয়ার্কিং এর একটা ভ্যালুয়েবল নলেজ দেবে

Job Opportunities: এন্ট্রি লেভেলের নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর রোল আপনি করতে পারবেন

Required Skills: অবশ্যই জ্ঞান থাকতে হবে networking concepts, protocols, and troubleshooting.

Price: Around $349 (এটা শুধু পরীক্ষা দিতে খরচ হবে).


লেভেল 2 Intermediate Certifications

আপনি কোন related জবে জয়েন আছেন সে job যদি প্রমোশন করতে চান এই লেভেলে আসার জন্য তাহলে আপনাকে সার্টিফিকেটগুলো করতে হবে

1. Certified Information Systems Security Professional (CISSP):

Job Opportunities: Senior security analyst, security consultant, security manager.হিসাবে আপনি প্রমোশন পাবেন

Required Skills: গভীর ধারণা থাকতে হবে risk management, cryptography, and security operations.

Price: Around $699 (exam cost).

2. Certified Ethical Hacker (CEH):

Job Opportunities: EH, PT, security analyst হিসাবে আপনি জয়েন করতে পারবেন

Required Skills: গভীর ধারণা থাকতে হবে h techniques, tools, and countermeasures.

Price: Around $1,199 (exam cost).

লেভেল 3 Specialized Certifications

এটা মূলত স্পেশালাইজ সার্টিফিকেট এরকম সার্টিফিকেট অনেক আছে বাট আমি মাত্র আপনাকে দুইটার নাম বলবো |

1. Certified Cloud Security Professional (CCSP):

Job Opportunities: Cloud security architect, cloud security consultant এরকম ক্রাউড সিকিউরিটি রিলেটেড

Required Skills: Cloud architecture, design, operations, and security সম্পর্কে ধারণা থাকতে হবে

Price: Around $599 (exam cost).

2. Certified Incident Handler (GCIH):

Job Opportunities: Incident responder, security analyst হিসেবে জব করতে পারবেন
Required Skills: Incident handling, response techniques, and malware analysis বিষয় সম্পর্কে আপনাদের জানতে হবে

Price: Around $1,699 (exam cost).

Level 4: Boss mode

10 বছরের বেশি অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি যাদের অনেক এক্সপেরিয়েন্স রয়েছে এবং তারা অনেক কাজ করেছেন অনেক ধরনের সার্টিফিকেশন আছেন তাদের জন্য এই দুইটা সার্টিফিকেট

1. Certified Information Systems Auditor (CISA):

Job Opportunities: IT auditor, security consultant হিসেবে বড় কোন কোম্পানিতে/Govt আপনি জব করতে পারবেন

Required Skills: Auditing, control, and assurance of information systems.

Price: Around $575 (exam cost).

2. Offensive Security Certified Professional (OSCP):

Job Opportunities: PT, EH job সহ আরো যে কোন কোম্পানিতে সাথে আপনি কাজ করতে পারবেন

Required Skills: উপরের যতগুলো রিকোয়ার্ড স্কিল আছে সবগুলোতে Boss

Price: Around $1,150 (exam cost).

এখানে কিছু কথা আপনাদের বলে নেই এখানে শুধুমাত্র আমি এক্সাম cost কথা বলেছি | আপনারা ট্রেনিং পারপাস কত খরচ করবেন সেটা আপনাদের ব্যাপারে ইনস্টিটিউশন গুলো বিভিন্ন জায়গায় ট্রেনিং করে সেটা আপনাদের খুঁজে বের করতে হবে কোনটা ভালো | নিজে শিখতে চাইলে তো সেটার Roadmap আমার পেজে এভেলেবেল আছে অলরেডি |

মানুষের উপকার করার জন্য কাজ শিখুন, দেশের আইনকে শ্রদ্ধা করুন | Good Luck

Post a Comment

0Comments
Post a Comment (0)