Blockchain Engineer হওয়ার পরিপূর্ণ গাইডলাইন

0

 Blockchain Engineer হওয়ার পরিপূর্ণ গাইডলাইন নিয়ে আজকে কথা বলবো




গত সপ্তাহে পোস্টে BlockChain Basic নিয়ে আমি কথা বলেছি এই সপ্তাহে পোস্টে আমি বলবো কিভাবে blockchain ইঞ্জিনিয়ার হবেন | blockchain engineer হয়ে ভবিষ্যতে জব ডিমান্ড বা ফ্রিল্যান্সিং ক্যারিয়ার কেমন, Certificates তা তো বলবোই তার সাথে চার বছরের লার্নিং Roadmap শেয়ার করবো এবং ইন্টারনেটের ফ্রি রিসোর্স গুলো আপনাদের বলে দেবো | এসব নিয়ে আরো ডিটেইলস পোস্ট আমার মিডিয়ামে দেওয়া আছে যদিও পোস্টগুলো ইংলিশে বাট আপনারা চাইলে আমার মিডিয়াম প্রোফাইল ফলো করতে পারেন |

একজন Blockchain ইঞ্জিনিয়ার কে ?

একজন ব্লকচেইন ইঞ্জিনিয়ার হলেন একজন প্রফেশনাল যিনি ব্লকচেইন-ভিত্তিক সিস্টেম এবং অ্যাপ্লিকেশনগুলি designing, developing, and maintaining করেন | ব্লকচেইন ইঞ্জিনিয়ার একটা বড় পজিশন এই পজিশনের আসতে হলে অনেকগুলো Skills আপনাকে ডেভলপ করতে হবে | কিছু প্রয়োজনীয় skills আছে যা আপনাকে অবশ্যই জানতে হবে যেমন Blockchain and Smart Contracts Development, Consensus Mechanisms, Blockchain Frameworks, Testing and Debugging, সহ Security, Decentralization সম্পর্কে ধারণা থাকতে হবে এটা আমি ব্লকচেইন আসার আগে কি কি জিনিস শিখবেন সেই পোস্টে কভার করবো |

ভবিষ্যতের ব্লকচেইন ইঞ্জিনিয়ার হিসেবে জব

ব্লকচেইন ইঞ্জিনিয়ার হিসেবে অনেকগুলো নতুন নতুন কর্মক্ষেত্র তৈরি হয়েছে | এগুলোতে পার্টটাইম /ফুলটাইম এমনকি রিমোট job অফার আছে অনেক ভালো স্যালারিতে |

Blockchain Developer
Blockchain Architect
Blockchain Consultant:
Blockchain Security Expert
Blockchain Researcher:
Blockchain Project Manager
Blockchain Quality Assurance (QA) Engineer
Blockchain Analyst
Blockchain Compliance Specialist:
Blockchain Educator/Trainer

প্রতিটা নিয়ে আলাদা আলাদা Post: Not Possible ভবিষ্যতে যদি আমি ভিডিও বানাই তাহলে হয়তোবা আমি চেষ্টা করবো প্রতিটা উপর আলাদা করে ভিডিও নিয়ে আসার জন্য |

ব্লকচেইন ফ্রিল্যান্সিং এর সুযোগ

ব্লক জন্য একটা নতুন সেক্টর তাই এক্ষেত্রে ফ্রিল্যান্সারদের ডিমান্ড অনেক বেশি কারণ ছোট ছোট কাজের জন্য বড় কোম্পানিগুলো অনেক ইউজ টাকা দিয়ে ব্লকচেইন ডেভলপার হায়ার করতে চায় না তারা আসলে ফ্রিল্যান্সারদের কাজগুলো দিয়ে দেয় এবং অনেক ভালো মানুষ টাকাও পেমেন্ট করে | আর একটা সুবিধা হচ্ছে যে ব্লক চেন একটা Decentralized System কারণে এটা চালানোর জন্য কোন অফিস বা কোন সেন্ট্রালের সিস্টেমের প্রয়োজন পড়ে না | তাই অনেক সময় দেখা যাচ্ছে ভালো ফ্রিল্যান্সার যারা আসলে নিজেদের কাজে ভালো স্কিলড তাদেরকে কোম্পানির রিমোটলি জব অফার করে | তাই আপনি এ সমস্ত স্কিল শিখেও পরবর্তীতে আপনার জব ক্যারিয়ার সেল করতে পারেন

1. Smart Contract Development
2. DApp Development
3. Blockchain Consulting
4. Security Audits
5. Token Development:
6. Blockchain Integration
7. Blockchain Education
8. Blockchain Testing and Quality Assurance
9. Blockchain Graphics and UI/UX Design

Blockchain ইঞ্জিনিয়ার হওয়ার 4 বছরের Step-by-step Roadmap গাইডলাইন

নতুন টেকনোলজি সম্পর্কে অনেক কম রিসোর্স এভেলেবেল থাকার কারণে আপনাকে ক্রমাগত শিখতে and প্র্যাকটিস করে যেতে হবে

Year 1: Foundation and Fundamentals

1. Learn the Basics of Blockchain: Blockchain কে এ বিষয়ে ভালো করে জানতে হবে এছাড়া Blockchain প্রিন্সিপালস, হিস্টরি, আর্টিকেলস, ভিডিও, অনলাইন, গ্রাফ এগুলা সম্পর্কে জানতে হবে |

2. Programming and Cryptography: পাইথন, জাভাস্ক্রিপ্ট বা সলিডিটির মতো ব্লকচেইন development ব্যবহৃত প্রোগ্রামিং ভাষা শিখুন।ক্রিপ্টোগ্রাফিক ধারণাগুলির সাথে নিজেকে পরিচিত করুন

3. Enroll in Online Courses: Coursera, edX, বা Udemy এর মত প্ল্যাটফর্ম থেকে ব্লকচেইন প্রযুক্তি, ক্রিপ্টোগ্রাফি এবং decentralized সিস্টেমের উপর অনলাইন কোর্স করুন।

4. Build a Strong Foundation: ছোট ছোট প্রোগ্রামিং প্রজেক্ট গুলো বানানোর চেষ্টা করুন

Year 2: Deeper Learning and Skill Development

1. Advanced Courses:স্মার্ট কন্ট্রাক্ট ডেভেলপমেন্ট, কনসেনসাস অ্যালগরিদম এবং ব্লকচেইন আর্কিটেকচারের মতো বিষয়গুলি কভার করে এমন আরও advance কোর্সে জয়েন হতে পারেন।

2. Solidify Your Programming Skills: Ethereum বা Binance স্মার্ট চেইনের মতো একটি নির্দিষ্ট ব্লকচেইন প্ল্যাটফর্মে ফোকাস করুন এবং Environment and programming language দক্ষ হবার চেষ্টা করুন |

3. Develop Projects: আপনার নিজের ছোট ছোট ব্লক চেইন প্রজেক্ট গুলো করা শুরু করুন সেটা হতে পারে কোন ড্যাপ বা স্মার্ট কন্টাক্ট

Year 3: Specialization and Real-World Experience

1. Choose a Specialization: যেকোনো একটা ফিল্ডে এক্সপার্ট হন যেমন smart contract development, blockchain security, or blockchain architecture

2. Contribute to Open Source Projects: ওপেনসোর্স প্রোফাইল তৈরি করুন Github আমি সবসময় suggest করি | কিছু প্রজেক্টে Github a আপনার ওপেন থাকতে হবে যেটা দেখে কোম্পানি আপনাকে জজ করবে |

3. Internships or Part-Time Work: অনলাইন বা অফলাইনে অনেকগুলো কোম্পানি পার্টটাইম জব or Internships অফার করে সেগুলো অবশ্যই হাতছাড়া করবেন না

4. Certifications: আপনি ব্লক চেঞ্জ ডেভেলপমেন্ট শিখেছেন এটা আপনি মুখ দিয়ে বললে তো আর কেউ বিশ্বাস করবে না তাই না তাই সার্টিফিকেশন অবশ্যই জরুরী যেটা নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করবো |

Year 4: Advanced Projects and Career Preparation

1. Advanced Projects: চেষ্টা করুন বড় এবং ইউনিক কোন প্রজেক্ট বানাতে যেটা আপনার সিভি এবং কোম্পানিকে আকৃষ্ট করতে সাহায্য করবে.
2. Networking: পরিচিত বড় বড় ডেভলপার বা হায়ার যারা করে এইচআর এদের সাথে আপনার ভালো একটা সম্পর্ক থাকা উচিত নেটওয়ার্কিং আপনাকে জব নিতে অনেক বড় সাহায্য করবে যদিও আপনি skills কম থাকে

3. Job Search and Preparation: ফুল টাইম জবের প্রিপারেশন নেওয়া শুরু করেন আপনার সিভি তে কোন ধরনের স্কিল তারা চাচ্ছে সেটা বের করার চেষ্টা করেন এবং হাইলাইট করার চেষ্টা করেন | টেকনিক্যাল এবং থিওরি দুই ধরনের ইন্টারভিউর জন্য আপনাকে প্রস্তুত হতে হবে যেটা একটু কঠিন তাই আগে থেকে শুরু করুন তাহলে ফায়দা থাকবেন |

4. Continuous Learning: বুঝতে পারছ নতুন টেকনোলজি তাই আপনাকে কন্টিনিউয়াসলি নতুন নতুন স্টাক বা নতুন নতুন টেকনোলজি গুলো শিখতে হবে | এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনার কিন্তু মার্কেট Demand বেশি থাকবে |

ব্লকচেইন ইঞ্জিনিয়ার হওয়ার বড় সার্টিফিকেট

ইঞ্জিনিয়ার ডেভলপার বা যেটাই হতে চান না কেন সার্টিফিকেট অনেক জরুরী কারণ এটা আপনার সিভিকে এবং আপনার স্কিল যেটা আছে সেটাকে প্রমাণ করতে সাহায্য করে | আমি কিছু সার্টিফিকেটের নাম দিয়ে দিচ্ছি সার্টিফিকেট গুলো নিয়ে যদি আপনার কোন প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জিজ্ঞেস করবেন

Certified Blockchain Developer (CBD):
Certified Blockchain Solution Architect (CBSA)
Certified Ethereum Developer (CED):
Certified Blockchain Security Professional (CBSP):
Certified Hyperledger Fabric Administrator
Certified Blockchain Business Foundations (CBBF)
Certified Blockchain Expert (CBE)
Certified Bitcoin Professional (CBP)
Certified Corda Developer (CORDA)
Certified Blockchain and Digital Assets Professional (CBDAP)

ব্লকচেইন ডেভলপিং শেখার জন্য ইউটিউব চ্যানেল

Blockchain সম্পর্কে জানার জন্য অনেকগুলো ইউটিউব চ্যানেল রয়েছে আমি সবকিছু ইউটিউব চ্যানেলের নাম আপনাদের বলে দেবো | আমার মনে হয় যে এগুলা আপনাকে প্রথম থেকে Basic জিনিসগুলো শেখার জন্য অনেক সাহায্য করবেন

Ivan on Tech
aantonop
Dapp University
CryptoZombies
Blockchain Developers
Boxmining
Crypto Bobby
Crypto Daily
I'm Not a Robot
CryptoSlo

ব্লক সেনা একটা নতুন টেকনোলজি যদিও অনেক বছর আগে এটার প্রথম মার্কেটে এসেছে কিন্তু আপাতত এটা জনপ্রিয়তা কিন্তু বেড়েই চলেছে তাই নতুন টেকনোলজির সাথে যারা শিখতে আগ্রহ এবং যারা মনে করেন যে তাদের জব সিকিউর করা উচিত তারা Bloackchain আসতে পারেন বিকজ এ আই এর ব্যবহার যদিও Bloackchain আসে কিন্তু এটা পরিপূর্ণভাবে রিপ্লেস করা পসিবল না | bcz ডিসেন্টলি সিস্টেম কোন AI সেন্ট্রাল সিস্টেমের রানিং করতে গেলে অনেক বেশি এক্সপেন্সিভ হয়ে যায় এবং Bloackchain সাথে AI মিক্স করা যে ব্যাপারটা এটা আপাতত গবেষণা পর্যায়ে আছে তাই হয়তোবা নেক্সট 10 থেকে 12 বছর আপনাদের জবের একটা Security আছে | Good Luck

কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন অথবা আমার পেজের ইনবক্সে মেসেজ দিতে পারেন

Post a Comment

0Comments
Post a Comment (0)