ব্লকচেইন কি?কেন আমাদের ব্লকচেইন শেখা দরকার ?

0

 আজকে পোস্টে আমরা ব্লকচেইন (Blockchain) নিয়ে কথা বলবো | ব্লকচেইন কি?কেন আমাদের ব্লকচেইন শেখা দরকার ? ব্লকচেইন কি ধরনের জব অপরচুনিটি ফিউচারে আমরা পাব এবং তার সাথে সাথে বোনাস হিসাবে রয়েছে ওয়েব 3.0 কিছু কথা |


লংটাইম হচ্ছে আমি এরকম বড় ধরনের পোস্ট করি না যেটা অনেকে হয়তো বা মিস করতেছে বাট ব্যাপারটা হচ্ছে এরকম যে আমি ইদানিং ভিডিওর উপরে একটু ফোকাস করেছি আপনারা অনেকে জানেন আমার একটা ইউটিউব চ্যানেল আছে এবং সেখানে আমি ভিডিও পোস্ট করার ব্যাপারে এখানে কাজ করে যাচ্ছি বড় পোস্ট পড়তে অনেকেরই বিরক্ত লাগে বা ধৈর্য থাকে না | পরবর্তীতে আমি চেষ্টা করছি যে আমার কথাগুলোই আমি আসলে ভিডিও আকারে নিয়ে আসব তাই চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেল সাবস্ক্রাইব করে নিয়ে নিবেন |

ব্লকচেইন কি জিনিস ? কেন সবাই টেকনোলজির পিছনে এত পাগল হয়েছে ?

ব্লকচেইন হল একটি decentralized and distributed ডিজিটাল লেজার প্রযুক্তি যা নিরাপদে একাধিক কম্পিউটারে লেনদেন রেকর্ড করে |

আমি জানি সংজ্ঞাটা আপনাদের কাছে অনেক কঠিন মনে হচ্ছে সহজ করে বুঝাতে আসলে জিনিসটা কি |

ব্লকচেইন হচ্ছে একটা ডিজিটাল সিস্টেম যেটা মূলত ডাটা সংরক্ষণ করে, কিন্তু এটা ডাটা সংরক্ষণ পদ্ধতিটা কেন্দ্রীভূত বা সেন্ট্রালাইজড না | মানে এক জায়গায় বা একটা জিনিসের মধ্যে পুরো ডাটা থাকে না, এ ডাটাগুলো ভাগ করে বিভিন্ন নোড বা বিভিন্ন কম্পিউটারের মধ্যে শেয়ার করা হয় | এই নোডগুলোকে একসাথে বলা হয় ব্লক , এই ব্লগগুলোর সমষ্টিকে বলা হয় ব্লকচেইন |

যেহেতু সমস্ত ডাটা একটা ব্লকের মধ্যে বা একসাথে থাকেনা এবং সমস্ত নোডই একটা আর একটার সাথে যুক্ত থাকে তাই চাইলেও একটা জায়গা থেকে সমস্ত ডাটা পরিবর্তন বা হ্যা/ক করা পসিবল না | আর যেহেতু এটা সেন্ট্রালাইজড না তাই এটা কারো দ্বারা কন্ট্রোল করা পসিবল না | যেহেতু সমস্ত নোড একটা আরেকটার সাথে যুক্ত তাই বুঝা যায় যে কোন নোডর মধ্যে কি কাজ হচ্ছে তাই এখানে ডেটা ট্রান্সফার নিয়ে মিথ্যা কোন কথা বলারও সুযোগ নাই |

এখন চিন্তা করো ব্লকচেন টেকনোলজি উপরে কোন মুদ্রা (Cry*pto) বানানো হইলো | যেটার উপরে কোন দেশের গভর্মেন্ট বা কোন ব্যাংকের কোন হাত নেই, কেউ চাইলেও সেটা কন্ট্রোল করতে পারবেনা ,ধরতে পারবে না, কোন একাউন্টে কত টাকা আছে তা দেখতে পারবে কিন্তু সেটা মালিক কে সেটা জানতে পারবে না | অথবা ধরেন কোন ওয়েবসাইট ব্লকচেন উপর তৈরি করা হলো সেটাকে চাইলেও কেউ বন্ধ করতে পারতাছে না | এটার উপরে বানানো কোন টেকনোলজি হ্যা/ক করা পসিবল না | এবার বুঝতে পেরেছেন এই টেকনোলজি নিয়ে কেন এত মানুষ মাথা পাগল করতেছে | ক্রিপ্টো ব্লকচেইন অনেক ছোট্ট একটা অংশ, ব্লকচেইন অনেক বড় |

এজন্য অনেক দেশে ক্রিপ্টোকারেন্সি নিয়ে কাজ করা দন্ডনীয় অপরাধ এ দেশগুলোর মধ্যে অবশ্যই বাংলাদেশে পড়ে | তাই ক্রিপ্টো নিয়ে কোন কথা বলবো না কিন্তু ব্লকচেইন টেকনোলজি নিয়ে অবশ্যই কথা বলব কারণ ফিউচারে এখানে প্রচুর জবের সুযোগ তৈরি হবে |

ব্লকচেইন এর উপরে জব এবং ফ্রিল্যান্সিং সেক্টর ?

ব্লকচেনের উপর অনেকগুলো জব এবং ফ্রিল্যান্সিং সেক্টর তৈরি হয়েছে ইভেন যারা ফ্রিল্যান্সার তারা আরো বেশি টাকা-পয়সা কামাচ্ছে ব্লগচেনে কাজ করে | কিছু ফেমাস জব সেক্টর এর নাম আমি এখানে বলছি

1. Blockchain Developer
2. Blockchain Architect
3. Blockchain Project Manager
4. Blockchain Quality Assurance (QA) Engineer
5. Blockchain Consultant
6. Blockchain Legal Expert

বলেছিলাম ব্লকচেইন এর ফ্রিল্যান্সিং অনেক বেশি তাই কিছু ফ্রিল্যান্সিং অপরচুনিটি আপনাদেরকে বলতেছি

1. Blockchain Development: smart contract development, blockchain application development, and auditing মতো বিষয়গুলো আপনি ঘরে বসে বসে করতে পারবেন

2. Content Creation: ব্লকচেইন টেকনোলজিতে একবারে নতুন তাই এটা নিয়ে অনেকগুলো এডুকেশনাল ইনস্টিটিউশন ভালো টাকা ইনকাম করতেছ |

3. Blockchain Consulting: মেন্টর হিসেবে অনেক এক্সপার্ট কাজ করতেছেন অনলাইনে

4. Blockchain Graphic Design and UI/UX: ইউজার ফ্রেন্ডলি UX/UI ডিজাইন করার জন্য অনেক গ্রাফিক্স ডিজাইন ব্লক চেইন কাজ করতেছেন

আমি এদের মধ্যে কয়েকটা রোল নিয়ে একেবারে পুরো রোডম্যাপ সহ দিয়ে দেবো আপনারা কমেন্ট করে জানান যে কোন ধরনের রোড ম্যাপ এবং কোন কোন রোল মাপস আপনার দরকার |

what is web 3.0?

ওয়েব 3.0 হতে যাচ্ছে নতুন ইন্টারনেট যেটা আসলে ব্লকচেইন উপর Based হবে আরকি | এটা আমাদের বর্তমান ইন্টারনেট (web2.0) থেকে বেশি সিকিউর হবে | এখানে মধ্যে আপনার মেশিন লার্নিং এবং এআই ব্যবহার করতে পারব এবং তার সাথে এটা Decentralization এবং Rich User Experiences থাকবে | অন্য কোন পোস্টে এটা নিয়ে ডিটেইলসে কথা বলবো |

ব্লকচেন আর ক্রিপ্টোকারেন্সি এক জিনিস না | অনেকে ক্রিপ্টোকারেন্সি ধোকায় পড়তেছে এবং তারা সর্বস্ব হারিয়েছে | আমি সব সময় বলি যে যে জায়গায় যে জিনিস অবৈধ সে জিনিস না করাটাই ভালো | অল্প নলেজ নিয়ে কাজ করলে এরকমই হয় | দেশের আইনকে শ্রদ্ধা করুন, বৈধ পথে ইনকামের চেষ্টা করুন | কাজ শিখুন, স্কিল গেদার করুন | নিজেকে কিছু বানানোর চেষ্টা করুন | Good Luck

⚡ যদি কোন প্রশ্ন থাকে, আপনি সরাসরি আমার Page জিজ্ঞাসা করতে পারেন ⚡
Naem Azam Chowdhury

Post a Comment

0Comments
Post a Comment (0)